
সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা অবহেলায় ধামরাইয়ের এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার পরিবার।
জানা যায়, ধামরাইয়ের কালামপুর-বাতুলিয়া এলাকার মাজেদ হোসেনের কন্যা ও রুহুল আমিনের স্ত্রী সাহিদা আক্তার (৩০) অসুস্থ হয়ে পড়লে তাকে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৩ অক্টোবর বেলা ১১ টার দিকে চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে সাভার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাভার মডেল থানার ওসি সায়েদ বলেন, বিষয়টি পুলিশ ও সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ খতিয়ে দেখছে। চিকিৎসা অবহেলায় মৃত্যু প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।