সব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

উৎসবের আমেজে নয়, প্রার্থনা আর মঙ্গল কামনায় বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। আজ (সোমবার) সকালেই শেষ হয় দশমীর বিহিত পূজা ও দর্পণে প্রতিমা বিসর্জন। এ সময় অকল্যাণ থেকে সবাইকে রক্ষা এবং সুখ-সমৃদ্ধির জন্য দেবীর কাছে প্রার্থণা করা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে এবার ছিলো না আনন্দ শোভাযাত্রার আয়োজন।

দশমীর সকালে নানা উপাচারে পূজিত হন দেবী। এরপর দর্পনে প্রতিমা বিসর্জন হয়। বিদায়ের কালে মহামায়ার আশীর্বাদ পেতে ভোর থেকেই মণ্ডপে মণ্ডপে যান ভক্তরা।

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী। সকালে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এরপর দশমীর অঞ্জলি। বিদায়ের এই সময়ে দেবীকে সিঁদুর পরিয়ে দেন ভক্তরা।

রাজশাহীতে মহাদশমীর বিহিত পূজা শেষে শুরু হয় সিঁদুর খেলা। সাথে চলে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়। পরে দুপুরে পদ্মা নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জন।এছাড়া সিলেট, ঝালকাঠি, খুলনা, নোয়াখালী, গাজীপুর ও টাঙ্গাইলসহ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button