জাতীয়সারা দেশ

পদ্মায় নদীতে রাতভর হেলিকপ্টারে নিয়ে সাঁড়াশি অভিযান:আটক ৪৫

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

মা ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচরসংলগ্ন পদ্মা নদীসহ মুন্সীগঞ্জ, শরীয়তপুর অংশের নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। রাতভর চলা এ অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে আকাশে হেলিকপ্টার নিয়ে টহল দেয় বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়াও এ অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ৩টা পর্যন্ত তিন ভাগে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযান চলে। এদিন মা ইলিশ শিকার করায় ৪৫ জেলেকে আটক করা হয়। ধ্বংস করা হয় বিপুল সংখ্যক জাল। জব্দ করা ইলিশ বিতরণ করা হয় এতিমখানায়।

মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, মা ইলিশ রক্ষায় শিবচর সংলগ্ন পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চলছে। এরফলে নদীতে অবৈধ ভাবে ইলিশ শিকারীদের সংখ্যা কমে এসেছে। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button