জাতীয়সবসারা দেশ

মানিকগঞ্জে নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে এ্যাডঃ আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সুজন ইসলাম

শেয়ার করুনঃ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে এ্যাডঃ আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্টিত হয়।

গতকাল বুধবার (০৪ নভেম্বর) দুপুর ৩ টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে দৌলতপুর এলাকাবাসীর আয়োজনে উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ভুক্তভোগীদের অভিযোগ এ্যাডঃ আলমগীর হোসেন এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানীসহ তার লালিত বাহিনী দিয়ে মানুষের উপর হামলা ও নির্যাতন চালায়। সম্প্রতি মো. হায়দার আলীর উপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার লাঠিয়াল বাহিনী হায়দার আলীর উপর হামলা চালায়। এ ঘটনায় হায়দার আলী মারাত্মক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এ্যাডঃ আলমগীরের বোন জাকিয়া সুলতানা হায়দার আলীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

আয়োজিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাবেক চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিদুর রহমান মুক্তা, মিথ্যা মামলায় নির্যাতনের শিকার মো. হায়দার আলী, ভুক্তভোগী সুমন মিয়া ও জুমুরি বেগম প্রমুখ।

বক্তারা এসময় সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ মামলা বাজ এ্যাডভোকেট আলমগীর হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

১০ Comments

  1. Your blog is always a bright spot in my day. I am also grieving the loss of my dad. I can tell you that after 8 years it still hurts but it does get easier to handle. Thank you for what you write I hope you realize how many people you help each and every time you post !!! Deb Frasquito Home

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button