
শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান।
নিহতরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)।
তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।
ওসি রেজাউল করিম জানান, শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।
ওসি রেজাউল আরও জানান, লাশ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Major thankies for the article. Much thanks again. Want more. Clarabelle Ariel Ceevah
Great post. I will be experiencing some of these issues as well.. Celinda Patty Baggott Stormie Karlens Healion
Integer congue turpis non ipsum rutrum pretium. Sed nec mauris a velit auctor varius a eu diam. Rozanna Ives Octavius
Hello there! I simply would like to offer you a huge thumbs up for your great information you have got here on this post. I will be returning to your blog for more soon. Ronalda Fonz McHale