সবসারা দেশস্বাস্থ্য

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ১৫৩

শাহরিয়ার হোসেন খান (শাকির )

শেয়ার করুনঃ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৪৯টি নমুনা পরীক্ষায় ১৫৩ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় আক্রান্তের হার ৪৩.৮৩ শতাংশ। আর একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন।

সোমবার (২ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫১ জন, সাটুরিয়ায় ২৭ জন, ঘিওরে ২৭ জন, শিবালয়ে ২২ জন, সিংগাইরে ১০ জন, হরিরামপুরে ৮ জন, এবং দৌলতপুর উপজেলায় ৮ জন রয়েছে।

জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪৭৪টি নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ২৩৩ জন। বাকীরা হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button