আন্তর্জাতিকসারা দেশ

৩৫০০ কোটি টাকা নিয়ে Ring Id লাপাত্তা

বিশেষ প্রতিনিধি

শেয়ার করুনঃ

৩৫০০ কোটি টাকা নিয়ে Ring id উধাও হয়েছে এমনটা ভাবছেন অনেকেই। গত কয়েক মাস যাবত ring id কমিউনিটি জব নামে একটি অপসন খুলে মানুষকে লোভনিয় অফার দিয়ে মানুষের কাছ থেকে প্রায় ৩৫০০ কোটি টাকা আদায় করে। গতকাল (০৩/০৯/২০২১) দুপুর তিনটা থেকে ring id এপস ব্যাবহার কারীরা তাদের একাউন্টে প্রবেশ করতে পারতেছে না। এতে মানুষের মাঝে আতং সৃষ্টি হয়েছে। অনেকে ভাবতেছে Ring id সাধারন মানুষের টাকা মেরে দিয়েছে এদিকে আবার অনেকে ভাবতেছে খুব তারাতারিই সব ঠিক হয়ে যাবে। সবাই আশাবাদি রিং আইডি কারো টাকা মারবে না।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button