জাতীয়সবসারা দেশ

মানিকগঞ্জে পুলিশের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

শাহরিয়ার হোসেন খান ( শাকির ) ঃঃ

শেয়ার করুনঃ

মানিকগঞ্জ পৌরসভার রিজার্ভ ট্যাংক এলাকায় একটি ফ্লাট থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, গেল আগষ্ট মাসে পুলিশ সদস্য মোঃ মাসুদ রানা ফ্লাটটি ভাড়া নেন। মাসুদ রানা গাজীপুরে কর্মরত। স্ত্রী বিলকিস আক্তার দুই সন্তান নিয়ে ওই ফ্লাটে থাকেন।ছুটিতে মাসুদ রানা আসেন। শনিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঐ ফ্লাটে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফ্লাটে ঢুঁকে বিলকিসের হাত-পা বাঁধা মৃতদেহ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।

মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, আপাতত মনে হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে আসল ঘটনা কি ঘটেছিল?


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button