
মানিকগঞ্জের দুই উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ৯ প্রার্থী এবং স্বতন্ত্র ৭ প্রার্থী বিজয়ী হয়েছেন।
ঘিওর উপজেলার নির্বাচিতরা হলেন বড়টিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সামসুল আলম মোল্লা রওশন, নালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মৃধা ও পয়লা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুণ-অর-রশীদ, ঘিওর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবু মো.আসাদুর রহমান মিঠু, বানিয়াজুরীতে এসআর আনসারি বিল্টু, বালিয়াখোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আওয়াল খান ।
সাটুরিয়া উপজেলার নির্বাচিতরা হলেন, ধানকোড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আব্দুল রউফ, তিল্লী ইউনিয়নে নৌকা প্রতীকে শরীফুল ইসলাম, হরগজ ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দিঘুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে সফিউল আলম, দরগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকে আলীনুর বকস্, সাটুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে আনোয়ার হোসেন, বালিয়াটিতে আওয়ামীলীগের বিদ্রোহী মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বরাঈদ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী কাজী মোঃ আব্দুল হাই ও ফকুরহাটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান।