Uncategorizedআন্তর্জাতিকজাতীয়শিক্ষা

মৃত ছেলেকে জীবিত করতে লবণের নিচে রেখে দিলো পরিবার

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

মৃত ছেলেকে জীবিত করতে লবণের নিচে রেখে দিলো গ্রামবাসী ও তার পরিবার তাকে লবণের স্তূপের নিচে রেখে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেখে ছেলেকে বাঁচিয়ে তোলার এমন চেষ্টা করে তারা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কর্ণাটকের বাল্লারি তালুকের সিরাভার গ্রামে এই ঘটনাটি ঘটেছে। (৫ সেপ্টেম্বর) তবে সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসে। সুরেশ সিরাভার নামে ১০ বছরের ওই ছেলে সম্প্রতি একটি পুকুরে ডুবে মারা যায়।

এই ঘটনার পর লবণের নিচে রাখা লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

দু’জন গ্রামবাসী বলেন, আমরা সুরেশের শরীর ১০০ কেজির বেশি লবণ দিয়ে ঢেকে দেই। এভাবে আমরা চার ঘণ্টারও বেশি সময় ধরে রেখে দিয়েছিলাম। শুধু তার মুখটা খোলা ছিল। আমরা তাকে আবার জীবিত করতে পারিনি। তাই পরে আমরা তার দেহ দাহ করেছি।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button