
বৈশ্বিক প্রেক্ষাপটে পোশাক রফতানি কমে যেতে পারে। ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিজিএমইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বলেন রফতানির বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাবে গেল দুই মাসে রফতানি কমেছে ২৫ থেকে ৩০ শতাংশ।
ফারুক হাসান জানান, চার দশকের পোশাক শিল্পকে তুলে ধরতে আগামী ১২ নভেম্বর থেকে মেইড ইন বাংলাদেশ উইক-এর আয়োজন করা হয়েছে। এতে তুলে ধরা হবে এই শিল্পের সক্ষমতা।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪