খেলাধুলা

অবসরের ঘোষণা কোহলির !

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের জন্য সান্ত্বনা হতে পারে বিরাট কোহলির ফর্মে ফেরা। প্রায় তিনবছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সেরা ব্যাটার। সেই সঙ্গে এশিয়া কাপে ধারাবাহিকভাবে রান করেছেন তিনি। তাই আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের আগে অনেকটাই নির্ভার ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলে বিরাট কোহলিকে আর দেখা নাও যেতে পারে।

এশিয়া কাপে ৫ ম্যাচে দুটি অর্ধশতক ও এক শতকে ২৭৬ রান করেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। দীর্ঘদিন রানখরায় ভোগা বিরাটের এমন পারফরম্যান্স বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে বইয়ে দিয়েছে স্বস্তির সুবাতাস। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বিরাটের ব্যাটে এমন রানবন্যাই চাইবে ভারতীয় দল।

তবে এই বিশ্বকাপ যখন দোরগোড়ায় তখন গুঞ্জন শুরু হয়েছে বিরাট কোহলির অবসর নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নাকি এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। তিনি অবসর না নিলে নাকি অনেকটা জোর করেই তাকে বাধ্য করা হবে এই ফরম্যাট থেকে অবসর নিতে।
অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের পরই দলটাকে ঢেলে সাজাতে চায় তারা। পরবর্তী বিশ্বকাপের আগে তরুণদের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে সিনিয়র কয়েকজন খেলোয়াড়কে দলের চিন্তাভাবনা থেকে ছাঁটাই করতে চান তারা।

কোহলি এখনও অবসরের বিষয়ে বোর্ডকে কিছু না জানালেও বিশ্বকাপের পর তার বিষয়টি নিয়ে ভাববে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা। ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে কঠোর হওয়ার। তিনি বলেন, ‘কোহলি এখনও অবসরের ব্যাপারে কোন ইঙ্গিত দেয়নি। তবে কিছু কিছু সিদ্ধান্তের বিষয়ে আমাদের কঠিন হতে হবে।’


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button