জাতীয়সবসারা দেশ

দুই ট্রেন মুখোমুখি, অল্পের জন্য প্রানে বেচে গেলো যাত্রীরা

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

একই লাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষারত ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে চলে এলে ট্রেন দুটি মুখোমুখি চলে আসে। এ সময় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক ট্রেনটি থামাতে সক্ষম হয়। এ জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এদিকে বিজয় এক্সপ্রেস পিছিয়ে নিয়ে স্টেশনের দুই নম্বর লাইনে আনা হয়। পরে ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশে কিশোরগঞ্জ স্টেশন ত্যাগ করে।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button