
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় আজ বৃহস্পতিবারও (১৫ সেপ্টেম্বর) সড়কে যানজটে কিছুটা ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। তবে গতকয়েক দিনের তুলনায় যানজটের তীব্রতা তুলনামূলক কম ছিল বলে জানায় নগরবাসী।
এদিন অনেকে ব্যস্ততার কারণে যানজটে আটকে না থেকে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। বিশেষ করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সামান্য যানজট পেলেই গাড়ি থেকে নেমে পড়েন।
যাত্রীরা বলেছেন, গত দুইদিনের থেকে আজকের দিন অনেকটাই স্বস্তিদায়ক। পরীক্ষার কারণে ট্রফিক বিভাগ তৎপর হওয়ায় যানজট কম হয়েছে বলেও জানান যাত্রীরা।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪