Uncategorized

স্কুল ছাত্রীকে যৌন হয়রানি,আটক ফুচকা বিক্রেতা

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

চট্টগ্রামের মীরসরাইয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফুচকা-চটপটি বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রিপন সাহা । সে মীরসরাই সদর পোস্ট অফিসের সামনে ফুচকা ও চটপটি বিক্রি করেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মীরসরাই সদরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়ার জন্য সকাল ৭টার দিকে যাওয়ার পথে ফারুকিয়া মাদ্রাসা রোডের নির্জন সড়কে একা পেয়ে যৌন হয়রানি করে। এ সময় তার হাত থেকে বাঁচতে চিৎকার করলে আশপাশের মানুষ এলে সে পালিয়ে যায়।

ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি থানা সিসি ক্যামেরা জানালে ওই সড়কে থাকা একাধিক সিসি ক্যামেরা পর্যালোচনা করে যৌন হয়রানির সত্যতা মেলে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button