
নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ পায়ের একটি বাছুরের জন্ম হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের একটি গাভি ওই বাছুরটির জন্ম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাছুরটিকে দেখতে ভিড় জমায়
গরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান, দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের ওপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। তবে চিকিৎসক জানিয়েছেন, পাঁচ পা থাকার পরও কোনো সমস্যা নেই। বাছুরটি সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪