Uncategorizedজাতীয়সারা দেশ
দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল যুবলীগ নেতার
বার্তা সম্পাদক : মেহেদী হাসান

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী হাশেম রোডের মাথায় এই দুর্ঘটনা ঘটে। বাসচাপায় ঘনাস্থলেই নিহত হন ফারুক। তিনি ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন।
ফারুক লক্ষ্মীপুরের রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। ২ ছেলে ও স্ত্রী সাথী আক্তারকে নিয়ে রায়েরবাগ ইসলাম নগর এলাকায় থাকতেন তিনি। মতিঝিলে ইট-বালুর ঠিকাদারি ব্যবসা ছিল তার।
নিহত ফারুকের ভাতিজা মো. ইসমাইল জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে মতিঝিল যাচ্ছিলেন ফারুক। হাশেম রোডের মাথায় রাস্তা পার হওয়ার সময় আইল্যান্ডের ওপর দাঁড়ান। তখন দুইটি বাস রেষারেষি করে চালানোর সময় তিশা এক্সক্লুসিভ নামে একটি বাস আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। ওই বাসের ধাক্কায় তিনি বিপরীত লেনের রাস্তায় পড়ে যান। তখন অন্য একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪