
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেলের নেতৃত্বাধীন টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে নৌপুলিশ। পরে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ১০ জন জেলেকে আটক করা হয়েছে।
জানা গেছে, দুইটি স্পিড বোটসহ উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির বেশ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে ইউএনও কামরুল হাসান সোহেল শনিবার সন্ধ্যার দিকে মাঝ পদ্মায় অভিযানে যান। রাত পৌনে ১০টার দিকে পাইনপাড়া এলাকায় গেলে জেলেরা ওই দলটির ওপর হামলা করে। তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। দেশীয় অস্ত্র টেঁটা ও সুরকিও ছোড়া হয়।
একপর্যায়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে নৌপুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ওই চর থেকে তাদের উদ্ধার করে মাঝিরঘাটে নিয়ে আসে। এ সময় একটি ট্রলার ও দুই লাখ মিটার জাল জব্দ করা হয়, আটক করা হয় ১০ জেলেকে। আটকদের মধ্যে ৯ জনকে এক মাসের ও একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।